উত্তর: স্বামী-স্ত্রী অমুসলিম অবস্থায় বিবাহ করার পর উভয়েই ইসলাম গ্রহণ করলে উভয়ের পূর্বের বৈবাহিক সম্পর্কই বহাল থাকে, নতুন করে বিয়ে করাতে হবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবদ্দশায় যত ছাহাবী দম্পতি ইসলাম গ্রহণ করেছেন প্রত্যেকের পূর্বের বৈবাহিক সম্পর্ককেই বহাল রাখা হয়েছে। রাসূলুল্লাহর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা যয়নাব রাযিয়াল্লাহু আনহা-এর স্বামী আবুল আছ রাযিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলে ছয় বছর পর যয়নাব রাযিয়াল্লাহু আনহা-কে পূর্বের বিবাহের ভিত্তিতেই স্বামীর কাছে ফেরত পাঠানো হয়, নতুন করে বিয়ে পড়ানো হয়নি (আবূ দাঊদ, হা/১১৪৩, ছহীহ)।
প্রশ্নকারী : সাদিকুল ইসলাম
বিরল, দিনাজপুর।