উত্তর: রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে উঠতেন, তখন যমিনের উপর ভর দিয়ে উঠতেন (ছহীহ বুখারী, হা/৮২৪)। হাতের তালুর উপর ভর দিয়ে ওঠা সুন্নাত (আল-মাজমু শারহুল মুহাযযাব, ৩/৪২২)। আর মুষ্টিবদ্ধ করে উঠার হাদীছগুলো দুর্বল। তাই মুষ্টিবদ্ধ করে উঠা যাবে না।
প্রশ্নকারী : সাদেক হোসেন
হোসেনপুর, কিশোরগঞ্জ, ঢাকা।