উত্তর: হ্যাঁ, গুনাহ হবে। কর্তৃপক্ষের বৈধ নির্দেশনা মান্য করা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের’ (আন-নিসা, ৪/৫৯)। এছাড়া কর্তৃপক্ষের নিয়মকানুন মান্যের শর্ত গ্রহণ করেই একজন ছাত্র হলে উঠে থাকে, এক্ষেত্রে সেই শর্ত লঙ্ঘনের গুনাহও অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো’ (আল-মায়েদা, ৫/১)। তবে কোনো নিরুপায় অবস্থা হলে অনুমতি সাপেক্ষে ব্যবহার করাই উচিত।
প্রশ্নকারী : মেহেদী
সিলেট।