উত্তর: এটা এক ধরনের শয়তানের ওয়াসওয়াসা। হাদীছে এদেরকে খিনযাব বলা হয়েছে। এরকম ওয়াসওয়াসা আসলে সুন্নাহসম্মত করণীয় হচ্ছে আঊযুবিল্লাহ পড়ে বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করতে হবে। উছমান ইবনু আবূল আছ রাযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! শয়তান আমার, আমার ছালাত ও কিরাআতের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় এবং সবকিছুতে গোলমাল বাধিয়ে দেয়। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘এটা এক (প্রকারের) শয়তান, যার নাম খিনযাব। যে সময় তুমি তার উপস্থিতি বুঝতে পারবে, তখন (আঊযুবিল্লাহ পড়ে) তার অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তিনবার তোমার বাম পাশে থুথু ফেলবে’। তিনি বলেন, তারপরে আমি তা করলাম আর আল্লাহ আমার হতে তা দূর করে দিলেন (ছহীহ মুসলিম, হা/২২০৩)। এসময়ে আস্তাগফিরুল্লাহ বলা সুন্নাহসম্মত আমল নয়।
প্রশ্নকারী : সালাউদ্দিন চৌধুরী বাবু
লক্ষ্মীপুর সদর।