উত্তর: দাওয়াতী কাজ করার জন্য ‘দ্বীনী ইলম’ এবং প্রশিক্ষণ জরুরী (ইউসুফ, ১২/১০৮)। আর ইলম অর্জনের গ্রহণযোগ্য পদ্ধতি হলো ‘তাআল্লুম’ পদ্ধতি অর্থাৎ সুদক্ষ ও অভিজ্ঞ উস্তাদের নিকট নিয়মিত পাঠ গ্রহণ করা (ছহীহ বুখারী, ১/২৪)। আপনি আপাতত ইলম অর্জনে মনোযোগ দিন। আল্লাহ আপনার চাওয়া পূরণ করবেন, ইন-শা-আল্লাহ!
প্রশ্নকারী : সিয়াম খান
বাসাইল, টাঙ্গাইল।