কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গ্রন্থ পরিচিতি-১৬ : আল-ওয়াজীয ফী তা‘রীফি কুতুবিল হাদীছ

post title will place here

ভূমিকা: বিভিন্ন বিষয়ের গ্রন্থাবলির পরিচিতিমূলক একাধিক গ্রন্থ প্রণীত হয়েছে। যুগে যুগে এক শ্রেণির আলেম গ্রন্থপরিচয় বিষয়ক এমন কিছু গ্রন্থ রচনা করেছেন, যেগুলো গবেষকদের জন্য অত্যন্ত উপাদেয় ও উপকারী হিসেবে বিবেচিত হয়েছে। তেমনি একটি গ্রন্থ হলো— ‘আল-ওয়াজীয ফী তা‘রীফি কুতুবিল হাদীছ’। এ গ্রন্থের মধ্যে হাদীছবিষয়ক সকল গ্রন্থের নাম ও সংক্ষিপ্ত পরিচিতি স্থান পেয়েছে। নিচে এ সম্পর্কে যৎসামান্য তথ্য তুলে ধরা হলো।

যে সকল গ্রন্থের পরিচিতি স্থান পেয়েছে: লেখক ভিন্ন ভিন্ন অধ্যায়ে বিন্যাস করে আলোচনা পেশ করেছেন। যেমন—

() ছিহাহ গ্রন্থসমূহ: ১. ছহীহ বুখারী। ২. ছহীহ মুসলিম। ৩. ছহীহ ইবনু খুযায়মা। ৪. ছহীহ ইবনু হিব্বান। ৫. ছহীহ ইবনুস সাকান। ৬. ছহীহ ইবনু আবী আওয়ানাহ। ৭. ছহীহ আল-ইসমাঈলী। ৮. ছহীহুল হাকেম। ৯. ইবনুল জারূদের আল-মুনতাকা। ১০. হাফেয আবূ মুহাম্মাদ ক্বাসেম আল-বায়ানী আল-কুরতুবী আল-মালেকীর আল-মুনতাকা। ১১. যিয়াউল মাকদেসীর আল-আহাদীছুল মুখতারাহ। ১২. ছহীহ ইবনুশ শারক্বী। ১৩. আদ-দারাকুতনীর আল-ইলযামাত।

() আল-জামেগ্রন্থসমূহ: ১. জামে‘ সুফিয়ান আছ-ছাওরী। ২. জামে‘ সুফিয়ান ইবনে উয়াইনা। ৩. জামে‘ মা‘মার ইবনে রাশেদ। ৪. জামে‘ বুখারী অর্থাৎ ছহীহ বুখারী। ৫. জামে‘ মুসলিম অর্থাৎ ছহীহ মুসলিম। ৬. জামে‘ তিরমিযী।

() সুনান গ্রন্থসমূহ: ১. সুনান ইবনু জুরাইজ। ২. সুনানে সাঈদ ইবনে মানছূর। ৩. সুনানে ইমাম শাফেঈ। ৪. সুনানে দারেমী। ৫. সুনানে তিরমিযী। ৬. সুনানে আবূ দাঊদ। ৭. সুনানে নাসাঈ। ৮. নাসাঈ প্রণীত সুনানে কুবরা। ৯. সুনানে ইবনু মাজাহ। ১০. সুনানে কাশশী। ১১. সুনানে আবূ বকর ইবনুল আছরাম। ১২. সুনানে খাল্লাল। ১৩. সুনানে আবূ কুররাহ। ১৪. সুনানে সাহল ইবনে আবী সাহল। ১৫. সুনানে আবুল হুসাইন। ১৬. সুনানে দারাকুত্বনী। ১৭. সুনানে আবূ বকর আন-নাজ্জার। ১৮. সুনানে আবূ ইসহাক্ব। ১৯. সুনানে আবূ মুহাম্মাদ। ২০. সুনানে আবুল কাসেম। ২১. বায়হাক্বী প্রণীত সুনানে কুবরা।

() ছার গ্রন্থসমূহ: ১. মুছান্নাফ ইবনু আবী লায়লা। ২. মুছান্নাফ হাম্মাদ ইবনে সালামা। ৩. মুওয়াত্ত্বা মালেক। ৪. মুছান্নাফ ইসমাঈল ইবনে আইয়াশ। ৫. মুছান্নাফ হুশাইম ইবনে বাশীর। ৬. মুছান্নাফ ওয়াকী ইবনিল জাররাহ আর-রুওয়াসী। ৭. মুছান্নাফ সুফইয়ান ইবনে উয়াইনা। ৮. মুছান্নাফ আব্দুর রাযযাক। ৯. মুছান্নাফে ফিরইয়াবী। ১০. সুনানে সাঈদ ইবনে মানছূর। ১১. মুছান্নাফ সুলায়মান ইবনে দাঊদ যাহরানী। ১২. মুছান্নাফ ইবনু আবী শায়বা। ১৩. মুছান্নাফ বাক্বী ইবনে মাখলাদ। ১৪. মুছান্নাফ আবূ জা‘ফর আত্ব-ত্বহাবী। ১৫. মুছান্নাফ ইবনু আইমান। ১৬. মুছান্নাফ কাসেম ইবনে আছবাগ। ১৭. মুছান্নাফ ওয়ালীদ ইবনে মুসলিম। ১৮. মুছান্নাফ সুলায়মান ইবনে খুরাসানী। ১৯. মুছান্নাফ ইবনুস সাকান।

() আত-তাফাসীরুল মুসনাদাহ: ১. তাফসীর সুফিয়ান ছাওরী। ২. তাফসীরে আব্দুর রাযযাক আস-ছান‘আনী। ৩. তাফসীরে ত্ববারী। ৪. তাফসীর আবূ হাতেম আর-রাযী।

() কুতুবুল ইখতিলাফ (সনদসহ বিভিন্ন ফিক্বহী মতামতের গ্রন্থাবলি): ১. আবূ ইউসুফ প্রণীত কিতাবুল আছার। ২. মুহাম্মাদ ইবনে হাসান শায়বানী প্রণীত কিতাবুল আছার। ৩. শাফেঈ প্রণীত কিতাবুল উম্ম। ৪. আবূ বকর আছরাম প্রণীত আস-সুনানু ফিল ফিক্বহ আলা মাযহাবি ইমাম আহমাদ। ৫. ইবনুল মুনযির প্রণীত আল-মাবসূত, আস-সুনানু ওয়াল ইজমা ওয়াল ইখতিলাফ, আল-আওসাত্ব, আল-ইশরাফ, আল-ইকনা এবং আল-ইজমা। ৬. ত্বহাবী প্রণীত শারহু মা‘আনিল আছার। ৭. তাহযীবুল আছার। ৮. আজুর্রীর প্রণীত কিতাবুশ শারী‘আহ। ৯. খাত্ত্বাবী প্রণীত মা‘রেফাতুস সুনানি ওয়াল আছার। ১০. বায়হাক্বী প্রণীত আল-মা‘রেফাহ।

() মাসানীদ: ১. মুসনাদে আবূ দাঊদ ত্বয়ালিসী। ২. মুসনাদে শাফেঈ। ৩. মুসনাদে ইসহাক্ব ইবনে রাহওয়াইহ। ৪. মুসনাদে খলীফা ইবনে খাইয়াত। ৫. মুসনাদে আহমাদ। ৬. মুসনাদে বাযযার। ৭. মুসনাদে রূইয়ানী। ৮. মুসনাদে আদানী। ৯. মুসনাদে সা‘দ ইবনে আবী ওয়াক্কাছ। ১০. মুসনাদে আব্দ ইবনে হুমায়দ। ১১. মুসনাদে হুমায়দী। ১২. মুসনাদে আবূ ই‘য়ালা। ১৩. মুসনাদে শাশী। ১৪. মুসনাদে আবূ আওয়ানা।

() আল-মুসতাখরাজাত: ১. আল-মুসতাখরাজ আলা ছহীহ বুখারী। ২. আল-মুসতাখরাজ আলা ছহীহ মুসলিম। ৩. আল-মুসতাখরাজ আলা ছহীহাইন। ৪. আল-মুসতাখরাজ আলা সুনানে আবী দাঊদ। ৫. আল-মুসতাখরাজ আলা সুনানে তিরমিযী। ৬. আল-মুনতাকা। ৭. মুসতাদরাক হাকেম। ‘আল-মুসতাখরাজ’ নামে আরও অসংখ্য গ্রন্থ রয়েছে। যেগুলো সম্মানিত লেখক উল্লেখ করেছেন।

() হাদীছে কুদসী: ১. আল মাওয়ায়িযু ফিল আহাদীছিল কুদসিইয়া। ২. মিশকাতুল আনওয়ার। ৩. আল-আরবাঊন আল-ইলাহিইয়াহ। এতে মোট ১২টি হাদীছে কুদসী গ্রন্থের নাম উল্লেখ রয়েছে।

(১০) অন্যান্য গ্রন্থ : ১. সুনানে দারাকুত্বনী। ২. বায়হাক্বী কুবরা। ৩. সুনানে দারেমী। ৪. মুসতাদরাক হাকেম। ৫. ত্ববারানী কাবীর। ৬. হিলইয়াতুল আউলিয়া। ৭. বাগাবীর শারহুস সুন্নাহ।

এ ব্যতীত হাদীছ বিষয়ক আরও অসংখ্য গ্রন্থের নাম লেখক উল্লেখ করেছেন, যা এখানে উল্লেখ করা কঠিন।

গ্রন্থটির বৈশিষ্ট্য: গ্রন্থটি অত্যন্ত সহজ ভাষায় রচিত। অত্যন্ত সংক্ষেপে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যাবলি সন্নিবেশিত হয়েছে। প্রতিটি গ্রন্থের নাম, লেখকের নাম পূর্ণাঙ্গরূপে লিখিত হয়েছে। সেই সাথে লেখকগণের মৃত্যুসন উল্লেখ রয়েছে। বৈরূতের প্রসিদ্ধ প্রকাশনী ‘দারু ইবনি কাছীর’ হতে ২০০৯ খ্রিষ্টাব্দ তথা ১৪৩০ হিজরীতে গ্রন্থটির প্রথম সংস্করণ মুদ্রিত হয়। এটি মূলত উলূমুল হাদীছ বিষয়ক একটি গ্রন্থ। এতে মোট ৩০টি অধ্যায় রয়েছে। তন্মধ্যে শেষের অধ্যায়ে হাদীছের ব্যাখ্যাগ্রন্থাবলি সম্পর্কে আলোচনা স্থান পেয়েছে।

গ্রন্থকার পরিচিতি: এই গ্রন্থটির লেখকের নাম আব্দুল মাজীদ গাওরী হাফিযাহুল্লাহ। তিনি মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তার আক্বীদা-মানহাজ সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তবে হাদীছ বিষয়ক তার বেশ কিছু তথ্যসমৃদ্ধ ও উপকারী গ্রন্থ প্রকাশিত হয়েছে। যার অধিকাংশই অনলাইনে ফ্রিতে পাওয়া যায়। আল্লাহ লেখককে রহম করুন এবং তার দ্বারা হাদীছের খাদেমদেরকে উপকৃত করুন- আমীন!

Magazine