উত্তর : রোগমুক্তির উদ্দেশ্য সুলেমানী পাথর ব্যবহার করা যাবে না। কেননা আরোগ্য লাভের আশায় যেকোনো জিনিস ঝুালানো বা ব্যবহার করা শিরক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো রক্ষাকবচ ধারণ করবে, তাকে ঐ জিনিসের কাছে সোপর্দ করা হবে’ (আবুদাঊদ, হা/২০৭২; মিশকাত, হা/৪৫৫৬)। অপর বর্ণনায় তিনি বলেন, ‘যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করল’ (মুসনাদে আহমাদ, হা/১৭৮৮৪)।
প্রশ্নকারী : আব্দুছ ছামা
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
