কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : আমার পিতা বাংলাদেশ বেতারের ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। আমি তার অসুস্থ সন্তান হিসাবে আজও তার পেনশন ভোগ করছি। এটা কি বৈধ হচ্ছে?

উত্তর : অবসর ভাতা বা পেনশনের টাকা গ্রহণ করা যায়। কেননা তা সরকার কর্তৃক প্রদত্ত সম্মানী ভাতা। যা সরকার স্বেচ্ছায় প্রদান করে থাকে। আর স্বেচ্ছায় কোনো জিনিস দিলে তা গ্রহণ করাই উত্তম। ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু সম্পদ প্রদান করতে চান তখন আমি বললাম, আমার চেয়ে গরীব যে তাকে প্রদান করুন। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা দিচ্ছি তা গ্রহণ করো। তা সম্পদ হিসাবে গ্রহণ করো এবং দান করে দাও। যদি তোমার নিকট এমন কোনো সম্পদ আসে যাতে তুমি আগ্রহী নও এবং তা চেয়ে নিচ্ছ না, তাহলে তা গ্রহণ করো। আর যে সম্পদ এমন নয় তার পিছনে নিজেকে লাগাও না (ছহীহ বুখারী, হা/৭১৬৪; ছহীহ মুসলিম, হা/১০৪৫; মিশকাত, হা/১৮৪৫)।

উলেস্নখ্য যে, প্রভিডেন্ট ফান্ডে জমানো অর্থ থেকে প্রাপ্ত সূদ ভক্ষণ করা জায়েয নয়। সেখান থেকে শুধু মূলধন গ্রহণ করা বৈধ (ছহীহ মুসলিম, হা/১৫৮৪; মিশকাত, হা/২৮০৯)।

প্রশ্নকারী : সৈয়দ মুহাম্মাদ ওয়াসিফ উল্লাহ

আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।


Magazine