কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : যৌতুক নেয়া কি জায়েয?

উত্তর : যৌতুক একটি সামাজিক ব্যাধি। এটি হিন্দু সমাজ থেকে আসা কুসংস্কৃতি। হিন্দুরা বিয়ের দিনেই মেয়েকে যা দেওয়ার দিয়ে দেয়। মীরাছ থেকে কোন কিছু দেয় না। এই প্রথা মুসলিমদের মাঝে ঢুকে পড়েছে। এটি কনের পরিবারের উপর জঘন্য অত্যাচার। শরী‘আতে যা সম্পূর্ণ হারাম। জানা আবশ্যক যে, বরের পক্ষ থেকে কনেকে সন্তুষ্টচিত্তে মোহর প্রদান করতে হবে। কনে পক্ষের কাছ থেকে নেওয়া যাবে না। মহান আল্লাহ বলেন, ‘তোমরা রমণীদেরকে সন্তুষ্টচিত্তে মোহর প্রদান কর’ (নিসা, ৪)। তবে বিয়ের পরে সাংসারিক সুবিধার জন্য কনের পিতা যদি স্বেচ্ছায় তার মেয়েকে কিছু দেয় তাহ’লে সেটি যৌতুক হবে না। অনুরূপভাবে জামাই কৌশল করে কিছু গ্রহণ করলেও তা জায়েয হবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাযিয়াল্লাহু আনহা -কে বলেছিলেন, ‘আমার সম্পদ থেকে যা খুশি চাও, কিন্তু পরকালে আমি তোমার কোন উপকার করতে পারব না’ (ছহীহ বুখারী, হা/২৭৫৩; মিশকাত, হা/৫৩৭৩)। তাছাড়া ফাতিমা রাযিয়াল্লাহু আনহা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে খাদেম চাইতে গিয়েছিলেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেননি যে, বাবার পক্ষ থেকে মেয়েকে কিছু দেওয়া জায়েয হবে না (আবুদাঊদ, হা/২৯৮৮)।

প্রশ্নকারী : মুস্তাকীম বিল্লাহ

বাগমারা, রাজশাহী।


Magazine