কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): কাদিয়ানীদের আক্বীদা সম্পর্কে জানতে চাই।

উত্তর: কাদিয়ানীদের ভ্রান্ত আক্বীদাসমূহের মধ্য থেকে কিছু আক্বীদা তুলে ধরা হলো- ১. তারা বিশ্বাস করে যে, স্বয়ং আল্লাহ তাআলা ছালাত পড়েন, ছিয়াম রাখেন, পানাহার করেন, তিনি যেমন সঠিক কর্ম করেন, তেমনি ভুলও করেন আর স্ত্রীর সাথে মিলিত হন (নাঊযুবিল্লাহি মিন যালিকা!) (আল-কাদেয়ানিয়্যাহ, পৃ. ৯৭)। ২. তারা বিশ্বনবী মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে শেষ নবী বলে স্বীকার করে না (রূহানী খাযায়েন, ১৮/২২৩)। ৩. গোলাম আহমাদ কাদিয়ানী নিজে আল্লাহর স্ত্রী হওয়ার মতো জঘন্য দাবি করেছে (ইসলামী কুরবানী, পৃ. ১২)। ৪. গোলাম আহমাদ কাদিয়ানী আরও বলেছে যে, গোলাম আহমাদ কাদিয়ানী তার মাথা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা ফাতেমা রাযিয়াল্লাহু আনহা-এর ঊরুদেশে রেখেছে (রূহানী খাযায়েন, ১৮/২১৩)। ৫. গোলাম আহমাদ কাদিয়ানীর লিখিত বই ‘আল-কিতাবুল মুবীন’-কে কাদিয়ানীরা কুরআনের ন্যায় মনে করে (আল-কাদেয়ানিয়্যাহ, পৃ. ১০৮)। ৬. কাদিয়ানীরা তাদের বার্ষিক সম্মেলনকে হজ্জ বলে মনে করে (প্রাগুক্ত, পৃ. ১১১)। ৭. তারা কাদিয়ান শহরকে মক্কা-মদীনার চেয়েও বেশি মর্যাদাপূর্ণ মনে করে (প্রাগুক্ত, পৃ. ১১২)। ৮. তারা বিশ্বাস করে, গোলাম আহমাদ কাদিয়ানী নবী ও রাসূলগণের চেয়েও শ্রেষ্ঠ (রূহানী খাযায়েন, ২২/২৮৫)। এছাড়াও তাদের বহু নিকৃষ্ট আক্বীদা রয়েছে, যার কারণে মুসলিম উম্মাহর সর্বসম্মতিক্রমে কাদিয়ানীরা কাফের। এই মিথ্যুক ভন্ড নবী কঠিন কলেরায় আক্রান্ত হয়ে নাক-মুখ দিয়ে পায়খানা বের হওয়া অবস্থায় অপমানজনক অবস্থায় লাহোরে নিজ কক্ষের টয়লেটে মৃত্যুবরণ করে।

প্রশ্নকারী :  আরাফাত রহমান

মিরপুর-১৪, ঢাকা।

Magazine