উত্তর: ফরয ছালাতে একই রাকআতে একই সূরা একাধিক বার পড়া যায়। মুআয ইবনু আব্দুল্লাহ আল-জুহানী সূত্রে বর্ণিত, তিনি বলেন, জুহায়না গোত্রের এক ব্যক্তি তাকে অবহিত করেন যে, তিনি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ফজর ছালাতে উভয় রাকআতে ‘ইযা যুলযিলাতিল আরযু’ পাঠ করতে শুনেছেন (আবূ দাঊদ, হা/৮১৬)। আবূ যার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ভোর পর্যন্ত একটি আয়াত বার বার পড়ছিলেন। আর সে আয়াতটি হলো, إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ অর্থাৎ ‘তুমি যদি তাদেরকে শাস্তি দাও, তবে তারা তো তোমার-ই বান্দা আর যদি তাদেরকে ক্ষমা কর, তুমি তো মহাপরাক্রান্ত মহাপ্রজ্ঞার অধিকারী’ (আবূ দাঊদ, হা/১৩৫০; নাসাঈ, হা/১০১০)। একাধিক সূরাও এক রাকআতে পড়া যায়। যেমন- রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকআতে সূরা বাকারা, আলে ইমরান ও নিসা পড়েছিলেন (ছহীহ মুসলিম, হা/৭৭২)। এক ছাহাবী প্রত্যেক রাকআতে অন্য সূরা পড়ার পর শেষে সূরা ইখলাছ পড়তেন (ছহীহ বুখারী, হা/৭৩৭৫)।
প্রশ্নকারী : আবূ তাহের মো. মহিদুল হক
