কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮): আমি জেনারেল লাইনের একজন ছাত্র ও চাকরিজীবী (৩০)। ইসলাম সম্পর্কে ধারাবাহিকভাবে জানতে চাই। বিশেষ করে কুরআন, হাদীছ, সীরাত, ঈমান, আক্বীদা ও ফিকহ বিষয়ে। আমি এমন একটি বিস্তারিত বুক লিস্ট চাই, যার মাধ্যমে ধাপে ধাপে ইসলামের প্রতিটি বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে পারি বা যেই বইগুলো একজন মুসলিম হিসেবে আমার পড়া উচিত।

উত্তর: প্রশ্নোল্লিখিত বিষয়ে সালাফী মানহাজের আলেমগণের লিখিত বইগুলো পাঠ করা যেতে পারে। যেমন– সালাফী মানহাজে লিখিত তাফসীর, হাদীছের মাঝে কুতুবে সিত্তাহ, সীরাত বিষয়ে আর-রাহীকুল মাখতুম, ঈমান ও আক্বীদার বিষয়ে কিতাবুত তাওহীদ ইত্যাদি। আল্লাহ তাআলা প্রশ্নকারীর নেক উদ্দেশ্য কবুল ও বাস্তবায়ন করবেন, ইন-শা-আল্লাহ!

প্রশ্নকারী : মো. কামরুল ইসলাম অনিক

পূর্ব ওড়াপাড়া।


Magazine