উত্তর : গবাদী পশুর উন্নয়নের জন্য সরকারী কিংবা বেসরকারী তত্ত্বাবধানে কোনো সংস্থা পদক্ষেপ নিলে অর্থের বিনিময়ে সেখানে প্রজনন করা যাবে এবং এর বিনিময়ে পারিশ্রমিকও গ্রহণ করা যাবে। কারণ যিনি এ কাজ করে থাকেন তিনি একজন ডাক্তার হিসাবে অথবা এ সম্পর্কে একজন অভিজ্ঞ ব্যক্তি হিসাবে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করেন।
উল্লেখ্য, ষাঁড় দেখানোর বিনিময়ে পয়সা গ্রহণ করা নিষেধ বলে যে হাদীছ বর্ণিত হয়েছে, সেটা এর অন্তর্ভুক্ত হবে না। কারণ অন্য হাদীছে এসেছে, কোনো ব্যক্তির নিকট ষাঁড় বা পাঠা থাকলে তার নিকট কোনো গাভী বা বকরী নিয়ে আসলে রাসূল (সঃ) তার বিনিময় গ্রহণ করতে নিষেধ করেছেন। তবে যদি কোনো প্রকার শর্ত ছাড়া হাদিয়া হিসাবে কিছু প্রদান করা হয় তাহলে তা গ্রহণ করা যাবে (তিরমিযী, হা/১২৭৪; মিশকাত, হা/২৮৬৬)। ব্যক্তিগত পর্যায়ে এরূপ ব্যবসাকে ইসলাম অপসন্দ করেছে। তবে সরকারী পর্যায়ে নয়।
-আব্দুস সুবহান
কালাই, জয়পুরহাট।
