কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মনীষী পরিচিতি-৭ : যুবায়ের আলী যাঈ রাহিমাহুল্লাহ

ভূমিকা : পাক-ভারতের মধ্যে যে সকল আলেম তাহক্বীক্বী ময়দানে ব্যাপক অবদান রেখেছেন তাদের উল্লেখযোগ্য নাম হলো হাফেয যুবায়ের আলী যাঈ রাহিমাহুল্লাহ। নিচে তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো—

নাম : (হাফেয) যুবায়ের আলী যাঈ (বিন মুজাদ্দাদ খান বিন দাস্ত মুহাম্মাদ বিন জাহাঙ্গীর খান আলী যাঈ)।

জন্ম : ২৫ জুন, ১৯৫৭ খ্রি. (হাযরো, জেলা : অটোক)।

শিক্ষাগ্রহণ : (১) জামি‘আহ মুহাম্মাদিয়া, গুযরানওয়ালা (দাওরায়ে হাদীছ)। (২) বেফাকুল মাদারিস আস-সালাফিয়্যাহ ফায়সালাবাদ। (৩) পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবী সাহিত্যে এম. এ. ডিগ্রি অর্জন। (৪) পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে এম. এ. ডিগ্রি অর্জন।

উস্তাযগণ : (১) মাওলানা আতাউল্লাহ হানীফ ভূজিয়ানী রাহিমাহুল্লাহ (মৃ. ১৪০৮ হি.)। (২) মাওলানা আবুল কাসেম মুহিব্বুল্লাহ শাহ রাশেদী আস-সিন্ধী রাহিমাহুল্লাহ (মৃ. ১৪১৫ হি.)। (৩) মাওলানা আবূ মুহাম্মাদ বদীউদ্দীন শাহ রাশেদী সিন্ধী রাহিমাহুল্লাহ (মৃ. ১৪১৬ হি.)। (৪) মাওলানা আবুল ফযল ফায়যুর রহমান আছ-ছাওরী রাহিমাহুল্লাহ (মৃ. ১৪১৭ হি.)। (৫) মাওলানা আব্দুল হামিদ আযহার হাফিযাহুল্লাহ প্রমুখ।

কর্মজীবন : কর্মজীবনের শুরুতে বেশ কয়েক বছর জাহাজের নাবিক হিসেবে তিনি চাকরি করেছিলেন। নাবিক জীবনে বিশ্বের বহু দেশ সফরের অভিজ্ঞতা অর্জন করেন এবং কয়েকটি ভাষায় পারদর্শী হয়ে উঠেন। বিশেষত গ্রিক ও ইংরেজি ভাষায় তিনি প্রভূত দক্ষতা অর্জন করেন। আরবী ও ইংরেজিতে অনর্গল কথা বলতে পারতেন। তিনি প্রসিদ্ধ লাইব্রেরি ‘দারুস সালাম’-এর রিয়াদ এবং লাহোর অফিসে প্রায় পাঁচ বছর যুক্ত ছিলেন। এ সময় তিনি ‘দারুস সালাম’ থেকে প্রকাশিত হাদীছ গ্রন্থসমূহের তাখরীজ ও তাহক্বীক্বের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি ‘দারুস সালাম’ হতে প্রকাশিত কুতুবে সিত্তাহ-এর একক সংকলনটি প্রাচীন পাণ্ডুলিপির সাথে মিলিয়ে পূর্ণাঙ্গ রিভিউ করেন। পরবর্তীতে তিনি চাকরি ছেড়ে দিয়ে হাদীছ গবেষণায় পূর্ণভাবে আত্মনিয়োগ করেন এবং জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে নিজ বাড়িতেই ‘মাকতাবাতুয যুবায়রিয়া’ নামে একটি বিশাল লাইব্রেরি গড়ে তোলেন। তাঁর লাইব্রেরিই ছিল তাঁর কর্মস্থল।

তাখরীজের ক্ষেত্রে তাঁর অবদান : ‘দারুস সালাম’ থেকে অবসর নেওয়ার পর তিনি ‘সুনানে আরবাআ’-এর পূর্ণাঙ্গ তাখরীজ সম্পন্ন করেন। অতঃপর একে একে মুসনাদ হুমায়দী, সীরাতে ইবনে হিশাম, তাফসীরে ইবনে কাছীর, মিশকাত, বুলূগুল মারাম প্রভৃতি হাদীছ, তাফসীর ও সীরাত গ্রন্থসমূহের তাখরীজ সম্পন্ন করেন। তাহক্বীক্ব ও তাখরীজের ময়দানে তাঁর এই অমূল্য খেদমতের কারণে তাঁকে ‘পাকিস্তানের আলবানী’ আখ্যায়িত করা হয়। এতদ্ব্যতীত ‘নূরুল আইনাইন ফী ইছবাতি রফ‘ইল ইয়াদাঈন’, ‘হাদিয়াতুল মুসলিমীন’ প্রভৃতি গ্রন্থসহ আরবী ও উর্দূ ভাষায় তাঁর অসংখ্য মূল্যবান গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া অপ্রকাশিত রয়েছে আরও বেশ কিছু গ্রন্থ। তাঁর কিছু বই ইংরেজিতেও অনূদিত হয়েছে। তিনি মৃত্যুর পূর্বপর্যন্ত ‘আল-হাদীছ’ নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করতেন। পাকিস্তানে আহলেহাদীছ তথা ছহীহ হাদীছের অনুসারী বৃদ্ধিতে তিনি যথেষ্ট অবদান রেখেছেন। ১৯৮৩ সালে তিনি যখন দাওয়াত শুরু করেন, তখন তাঁর এলাকায় কোনো আহলেহাদীছ ছিল না। অথচ তাঁর দাওয়াতের বরকতে এখন সেখানে ১১টিরও অধিক আহলেহাদীছ মসজিদ স্থাপিত হয়েছে। আল-হামদুলিল্লাহ। বাহাছ-মুনাযারায় তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। তাঁর নম্র আচরণ অথচ অত্যন্ত যুক্তিপূর্ণ ও দলীলভিত্তিক আলোচনায় এ পর্যন্ত বহু মানুষ আহলেহাদীছ হয়েছে। এজন্য তিনি দেওবন্দী ও ব্রেলভীদের চক্ষুশূলে পরিণত হন।

রচনাবলি : শায়খের আরবী ও উর্দূ গ্রন্থসমূহের একটি তালিকা পেশ করা হলো—

আরবী গ্রন্থসমূহ : (১) আযওয়াউল মাছাবীহ ফী তাহক্বীক্বি মিশকাতিল মাছাবীহ (অনুবাদ চলমান)। (২) আল-আসানীদুস ছহীহা ফী আখবারিল ইমাম আবী হানীফা। (৩) আনওয়ারুস সাবীল ফী মীযানিল জারহি ওয়াত তা‘দীল। (৪) আনওয়ারুস সুনান ফী তাখরীজ ওয়া তাহক্বীক্ব আছারিস সুনান। (৫) আনওয়ারুছ ছহীফা ফী আহাদীছ আয-যঈফা। (৬) তুহফাতুল আকবিয়াহ ফী তাহক্বীক্ব কিতাবিয যুআফা। (৭) তাহক্বীক্ব ওয়া তাখরীজ তাফসীর ইবনে কাছীর। (৮) তাহক্বীক্ব মাসায়েলে মুহাম্মাদ বিন উছমান বিন আবী শায়বাহ। (৯) তাহক্বীক্ব ওয়া তাখরীজ আহাদীছি ইছবাতি আযাবিল ক্ববরি লিল বায়হাক্বী। (১০) তাহক্বীক্ব ওয়া তাখরীজ বুলূগুল মারাম। (১১) তাহক্বীক্ব ওয়া তাখরীজ জুযউ আলী বিন মুহাম্মাদ আল-হুমায়রী। (১২) তাহক্বীক্ব ওয়া তাখরীজ সুনানিত তিরমিযী। (১৩) তাহক্বীক্ব ওয়া তাখরীজ কিতাবিল আরবাঈন লি-ইবনে তায়মিয়া। (১৪) তাহক্বীক্ব ওয়া তাখরীজ মুসনাদিল হুমায়দী। (১৫) তাহক্বীক্ব ওয়া তাখরীজ মানাক্বিবে আলী ওয়াল হুসাইন ওয়া উম্মুহুমা ফাতিমাতুয যাহরা। (১৬) তাহক্বীক্ব ওয়া তাখরীজ মুয়াত্ত্বা ইমাম মালেক (রেওয়াতে ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া)। (১৭) তাখরীজ আল-আনওয়ার ফী শামায়িলিন নাবী আল-মুখতার। (১৮) তাখরীজুন নিহায়া ফিল ফিতানি ওয়াল মালাহিম (বিস্তারিত)। (১৯) তাখরীজ আহাদীছি মিনহাজিল মুসলিম। (২০) তাখরীজ জুযউ রফ‘ইল ইয়াদায়েন লিল বুখারী। (২১) তাখরীজু শিআরি আছহাবিল হাদীছ লি-আবী আহমাদ আল-হাকিম। (২২) তাখরীজু কিতাবিল জিহাদ লি-ইবনে তায়মিয়া। (২৩) তাখরীজু কিতাবিন নিহায়া ফিল ফিতানি ওয়াল মালাহিম (সংক্ষিপ্ত)। (২৪) তাখরীজ ওয়া তাহক্বীক্ব আল-মু‘জামুছ ছগীর লিত্ব ত্ববারানী। (২৫) তাছহীলুল হাজাতি ফী তাহক্বীক্ব ওয়া তাখরীজ সুনানে ইবনে মাজাহ। (২৬) আত-তাক্ববীলু ওয়াল মুআনাক্বা লি-ইবনিল আরাবী, তাহক্বীক্ব ওয়া তাখরীজ। (২৭) তালখীছুল কামিল লি-ইবনে আদী। (২৮) আস-সিরাজুল মুনীর ফী তাখরীজ তাফসীরে ইবনে কাছীর। (২৯) ছহীহুত তাফাসীর। (৩০) আল-ইক্বদুত তামাম ফী তাহক্বীক্ব আছ-ছীরাতু লি-ইবনে হিশাম। (৩১) উমদাতুল মাসাঈ ফী তাহক্বীক্ব ওয়া তাখরীজ সুনানিন নাসাঈ। (৩২) আল-ফাতহুল মুবীন ফী তাহক্বীক্ব তাবাকাতিল মুদাল্লিসীন। (৩৩) ফাযলুল ইসলাম লিশ শায়েখ মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহহাব (তাখরীজ)। (৩৪) ফী যিলালিস সুন্নাহ/আল-হাদীছ ওয়া ফিক্বহুহু। (৩৫) কালামুদ দারাকুত্বনী ফী সুনানিহী ফী আসমাইর রিজাল। (৩৬) নায়লুল মাক্বছূদ ফী তাহক্বীক্ব ওয়া তাখরীজ সুনানে আবী দাঊদ। (৩৭) তাখরীজ ওয়া তাহক্বীক্ব হিছনুল মুসলিম।

উর্দূ গ্রন্থসমূহ : (১) ইখতিছারু উলূমিল হাদীছ লি-ইবনে কাছীর (অনূদিত)। (২) আকাযীবে আলে দেওবন্দ (অনূদিত)। (৩) আত-তাসীস ফী মাসআলাতিত তাদলীস (তাহক্বীক্বী মাকালাত, ১ম খণ্ড; অনূদিত)। (৪) আল-ক্বওলুছ ছহীহ ফীমা তাওয়াতারা ফী নুযূলিল মাসীহ (তাহক্বীক্বী মাকালাত, ১ম খণ্ড; অনূদিত)। (৫) আল-ক্বওলুল মাতীন ফিল জাহরি বিত তামীন (অনূদিত)। (৬) আল-ক্বাওয়াক্বিবুদ দুররিয়াহ (মাসআলায়ে ফাতেহা খালফুল ইমাম, তথা ইমামের পিছে ফাতেহা পড়ার মাসআলা; অনূদিত)। (৭) আনওয়ারুত্ব ত্বরীক্ব ফী রদ্দি যুলুমাতি ফয়ছাল আল-হালীক (মাকালাত, ৪র্থ খণ্ড)। (৮) বিদআতী কে পীসে নামায কা হুকুম (অনুবাদ : কামাল আমাদ)। (৯) ইছবাতে আযাবিল ক্ববর লিল-বায়হাক্বী (তাহক্বীক্ব এবং তরজমা)। (১০) তাহক্বীক্বী, ইছলাহী আওর ইলমী মাকালাত (এ যাবৎ ছয়টি খণ্ড প্রকাশিত হয়েছে)। (কতিপয় মাকালাত অনূদিত)। (১১) তাখরীজে আহাদীছ : আর-রাসূল কাআন্নাকা তারাহু। (১২) জুযউ রফইল ইয়াদায়েন (তাখরীজ, তাহক্বীক্ব ও অনুবাদ)। (১৩) তাখরীজ রিয়াযুছ ছালেহীন। (১৪) তাখরীজ ফাতাওয়া ইসলামিয়া। (১৫) তাখরীজ নামাযে নববী। (১৬) মিশকাতুল মাছাবীহ (অনুবাদ, তাহক্বীক্ব এবং ফায়েদাসহ)। (১৭) শিআরু আছহাবিল হাদীছ লিল হাকেম আল-কাবীর (অনূদিত)। (১৮) তাছহীলুল উছূল। (১৯) তা‘দাদে রাকআতে ক্বিয়ামে রামাযান কা তাহক্বীক্বী জায়েযা (অনূদিত)। (২০) তালখীছুল আহাদীছিল মুতাওয়াতিরা। (২১) তাওযীহুল আহকাম (ফাতাওয়া ইলমিয়্যা, ১ম খণ্ড; অনূদিত)। (২২) তাওফীকুল বারী ফী তাতবীক আল-কুরআন ওয়া ছহীহিল বুখারী (অনূদিত)। (২৩) জান্নাত কা রাস্তা। (২৪) হাজী কে শাব ওয়া রোয (অনুবাদ চলমান)। (২৫) দীন মেঁ তাক্বলীদ কা মাসআলা (অনূদিত)। (২৬) সায়ফুল জব্বার। (২৭) শরহে হাদীছে জিবরীল (অনুবাদ চলমান)। (২৮) ছহীহ বুখারী পার ইতিরাযাতকা ইলমী জায়েযা (ছহীহ বুখারী কা দিফা; অনূদিত)। (২৯) ইবাদাত মেঁ বিদআত আওর সুন্নাত সে উন কা রদ্দ। (৩০) আছরে হাযের মেঁ চাঁনদ কায্যাবীন কা তাযকেরা। (৩১) ফাযায়েলে দরূদে ইসলাম। (৩২) মাস্টার আমীন উকাড়বী কা তাআকুব (অনুবাদ চলমান)। (৩৩) মাসিক আল-হাদীছ, হাযরো (জুন ২০০৪ হতে অদ্যাবধি প্রতি মাসে প্রকাশিত হয়। সাতটি খণ্ড প্রকাশিত হয়েছে এবং অষ্টম খণ্ড প্রকাশিতব্য)। (৩৪) মুখতাছার ছহীহ নামাযে নববী (অনূদিত)। (৩৫) তাহক্বীক্ব মুওয়াত্ত্বা ইমাম মালেক (অনুবাদ চলমান)। (৩৬) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লায়ল ওয়া নাহার। (৩৭) নাছরুল বারী ফী তাহক্বীক্ব ওয়া তারজমা জুযউল ক্বিরাআত লিল বুখারী। (৩৮) নাছরুল মা‘বূদ ফির রদ্দি আলা সুলতান মাহমূদ। (৩৯) নামায মেঁ হাত বাঁধনে কা হুকুম আওর মাক্বাম (এ গ্রন্থের প্রথম সংস্করণের বঙ্গানুবাদ তাওহীদ পাবলিকেশন্স হতে পরিবেশিত হয়েছে)। (৪০) নূরুল আইনাইন ফী ইছবাতি রফ‘ইল ইয়াদায়েন (অনূদিত)। (৪১) নূরুল মাছাবীহ (অনূদিত, অনুবাদক: সৈয়দপুরী)। (৪২) হাদিয়াতুল মুসলিমীন। (৪৩) ইয়ামান কা সাফার। (অনূদিত)। (৪৪) তাহক্বীক্ব আছারুস সুনান। (৪৫) কুরআন মাখলূক নাহি বালকেহ আল্লাহ কা কালাম হ্যায় আওর রহমান কা আরশ পার মুসতাবী হোনা বার হাক হ্যায় (অনূদিত)। (৪৬) আহলেহাদীছ এক ছিফাতী নাম (এই গ্রন্থটির বঙ্গানুবাদ ‘আহলে হাদীছ একটি বৈশিষ্ট্যগত নাম’ শিরোনামে হাদীছ ফাউন্ডেশন, রাজশাহী হতে প্রকাশিত হয়েছে)।

এছাড়াও তার আরও অনেক গ্রন্থ রয়েছে।

মৃত্যু : আল্লামা হাফেয যুবায়ের আলী যাঈ রাহিমাহুল্লাহ ৫৬ বছর বয়সে ১০ নভেম্বর, ২০১৩ খ্রিষ্টাব্দে রাওলপিন্ডি, পাকিস্তানে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

উপসংহার : পাক-ভারতের অন্যতম একজন আধুনিক যুগের মুহাক্কিক আলেম হলেন শায়খ যুবায়ের আলী যাঈ রাহিমাহুল্লাহ। আল্লাহ তাঁর খেদমতকে কবুল করুন এবং আমাদেরকে তাঁর লেখনী থেকে উপকৃত হতে তওফীক্ব দান করুন- আমীন!

তথ্যসূত্র :

১. নূরুল আইনাইন, ‘ভূমিকা’ দ্রষ্টব্য।

২. যুবায়ের আলী যাঈ রাহিমাহুল্লাহ-এর জীবনীগ্রন্থ ‘মুহাদ্দিছুল আছর’ সংখ্যা দ্রষ্টব্য।

Magazine