কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): আমাদের দেশের প্রায় সব প্রাইভেট কোম্পানিই ব্যবসা পরিচালনার জন্য ব্যাংক থেকে সূদী ঋণ নিয়ে থাকে। এই ঋণগুলোর হিসাবনিকাশ মূলত প্রতিষ্ঠানের Finance Department এর লোকজনই করে। এই ক্ষেত্রে Finance Department এ চাকরি করলে কি সেই উপার্জন হালাল হবে? এই Finance Department এর কেউ যদি জামাআতে ছালাত আদায়ের ইমামতি করে, তাহলে তাঁর পেছনে ছালাত পড়া কি ঠিক হবে? উল্লেখ্য, তিনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত এবং তাঁর তিলাওয়াত অন্যদের থেকে বেশি শুদ্ধ।

উত্তর: প্রথমত, সূদ সংশ্লিষ্ট চাকরির (যেমন- সূদের হিসাবনিকাশ করা, সূদী লেনদেনের সাক্ষী হওয়া ইত্যাদি) উপার্জন হারাম। জাবির রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,

 لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا، وَمُؤْكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ. وَقَالَ : " هُمْ سَوَاءٌ ". রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদগ্রহীতা, সূদদাতা, সূদী লেনদেনের লেখক ও সাক্ষীদ্বয়ের প্রতি অভিসম্পাত করেছেন এবং বলেছেন, ‘এরা সবাই সমপর্যায়ের’ (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। দ্বিতীয়ত, যদি বিশুদ্ধ তিলাওয়াতের পাশাপাশি হালাল উপার্জনকারী কেউ উপস্থিত থাকে, তাহলে কোনো হারাম উপার্জনকারীর পেছনে ছালাত আদায় করা উচিত নয়; যদিও তার তিলাওয়াত অধিক সুন্দর ও বিশুদ্ধ হয়। আর যদি বিকল্প কেউ না থাকে, তাহলে উক্ত হারাম উপার্জনকারীর পেছনে ছালাত আদায় করা যাবে। তবে তাকে নছীহত করতে হবে, যেন তিনি হারাম উপার্জন ত্যাগ করেন (মাজমূউল ফাতাওয়া, ইবনু তায়মিয়্যাহ, ২৩/৩৬৩)।

প্রশ্নকারী : মো. মোমেন

রায়বাগ, ঢাকা।


Magazine