কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭): তালক্বীন কখন করতে হয় এবং এর সঠিক নিয়ম কী?

উত্তর: মুমূর্ষু (মৃত্যু আসন্ন প্রায়) ব্যক্তির পাশে বসে উচ্চৈঃস্বরে ‘লা ইলাহা ইল্লাল্ল-হ’ বলাকে তালক্বীন বলা হয়। এর সঠিক পদ্ধতি হলো, মুমূর্ষু ব্যক্তির পাশে বসে উচ্চৈঃস্বরে ‘লা ইলাহা ইল্লাল্ল-হ’ বলা, যাতে সেই মুমূর্ষু ব্যক্তি তা শুনতে পায় এবং শ্রবণকৃত কালিমা বলার অনুভূতি জাগ্রত হয়। এক্ষেত্রে মুমূর্ষু ব্যক্তিকে সম্বোধন করা যাবে না যে, আপনি বলুন; বরং শুধু উচ্চৈঃস্বরে ‘লা ইলাহা ইল্লাল্ল-হ’ পাঠ করতে হবে। যদি মুমূর্ষু ব্যক্তি একবার এই কালিমা উচ্চারণ করে, তাহলে আর তালক্বীন করার প্রয়োজন নেই। তবে যদি উক্ত কালিমা পাঠ করার পর অন্য কোনো কথা বলে থাকে, তাহলে পুনরায় তালক্বীন করতে হবে (ছহীহ মুসলিম, হা/৯১৬; শারহু মুসলিম, ৬/২১৯)।

প্রশ্নকারী : নাসিমুছ সাকলাইন

কালাই, জয়পুরহাট।


Magazine