কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : যে সকল বাচ্চাদের প্রতি এখনো ছালাত ফরয হয়নি তাদেরকে মসজিদে আনলে অন্যদের ছালাতের ব্যাপক ব্যাঘাত ঘটে। এমতাবস্থায় তাদেরকে মসজিদে আনা যাবে কি?

উত্তর : যে সকল বাচ্চাদের প্রতি ছালাত ফরয হয়নি তাদেরকে মসজিদ নিয়ে যাওয়াতে শারঈ কোনো নিষেধ নেই। বরং ছালাতের অভ্যাস গড়ে তোলার জন্য তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া উচিত। যাতে তারা ছোটবেলা থেকেই মসজিদমুখী হয়। তবে অন্যদের ছালাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আবু ক্বাতাদা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যয়নাবের কন্যা উমামাকে কাঁধে নিয়ে ছালাত আদায় করতেন, সিজদায় গেলে নামিয়ে রাখতেন আবার দাঁড়ানোর সময় তাকে কাঁধে উঠিয়ে নিতেন (ছহীহ বুখারী, হা/৫১৬; ছহীহ মুসলিম, হা/৫৪৩; আবুদাঊদ, হা/৯১৭; নাসাঈ, হা/৮২৮)। ইবনু খুযায়মার বর্ণনায় আছে, ছালাতটি ছিল ফরয ছালাত (ছহীহ ইবনু খুযায়মা, হা/৮৬৮)। তবে শিশুর বয়স সাত বছর হলে তাকে ছালাতের জন্য আদেশ করতে হবে এবং দশ বছর হলে ছালাত আদায়ের ব্যাপারে কঠোরতা আরোপ করতে হবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা পরিবারকে ছালাতের জন্য আদেশ করো এবং ছালাতের উপর অবিচলিত থাক’ (ত্বো-হা, ১৩২)। আমর ইবনু শু‘আইব তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হবে তখন তাদেরকে ছালাতের নির্দেশ দাও, আর যখন তাদের বয়স দশ বছর হবে তখন ছালাতের জন্য প্রয়োজনে প্রহার কর এবং তাদের বিছানা পৃথক করে দাও’ (আবুদাঊদ, হা/৪৯৫; মিশকাত, হা/৫৭২)।

-আহমাদুল্লাহ

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine