উত্তর : সন্তানের কোনো কিছু হলে পিতামাতা নিজ থেকে বুঝতে পারেন এ কথা ঠিক নয়। তবে আল্লাহ যদি ইলহামের মাধ্যমে জানান, তাহলে কথাটি ঠিক আছে। মূসা আলাইহিস সালাম-এর মাকে আল্লাহ ইলহাম করে জানিয়ে দিয়েছিলেন। মহান আল্লাহ বলেন, ‘আমরা মূসার মায়ের প্রতি ইলহাম করলাম, তুমি তাকে দুগ্ধপান করাও। যখন ভয় হবে, তখন তাকে সমুদ্রে ফেলে দিয়ো…’ (আল-কাছাছ, ২৮/৭)।
প্রশ্নকার : নাম প্রকাশে অনিচ্ছুক।