উত্তর: মসজিদকে চাকচিক্য করা হয় বা মুছল্লীদের মনোযোগ নষ্ট হয় এমন কিছু মসজিদে লাগানো যাবে না। তাই মসজিদে কিবলার সামনে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবরের সবুজ গম্বুজটির ছবি লাগানো ঠিক হয়নি। এমতাবস্থায় তা ঢেকে দিতে হবে অথবা পরিবর্তন করতে হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষ মসজিদ নিয়ে পরস্পর গৌরব ও অহংকারে মেতে না উঠা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না’ (আবূ দাঊদ, হা/৪৪৯)। তবে সেখানে ছালাত আদায় করলে ছালাত ছহীহ হবে। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর নিকট কিছু পর্দার কাপড় ছিল, তা দিয়ে তিনি ঘরের এক দিকে পর্দা করেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘আমার থেকে এটা সরিয়ে নাও, কেননা এর ছবিগুলো ছালাতে আমার একাগ্রতা নষ্ট করে দেয়’ (ছহীহ বুখারী, হা/৫৯৫৯)।
প্রশ্নকার : মো. হামিদুল ইসলাম
হাতীবান্ধা, লালমনিরহাট।