উত্তর: একজন সায়েলকে সাহায্য করার জন্য মসজিদের ইমাম বা কমিটির কেউ কিছু না বলাই উত্তম। এতে সায়েলকে উৎসাহিত করা হয়। এমনিভাবে সায়েল নিজেও জনগণের সামনে মসজিদে দাঁড়িয়ে বলাটা অপছন্দনীয়। এমতাবস্থায় সায়েল মসজিদের বাহিরে দাঁড়িয়ে থাকবে এবং মুছল্লীগণ তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে। আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও ভিক্ষা করে, সে কিয়ামতের দিন তার মুখমণ্ডলে অসংখ্য যখম, নখের আঁচড় ও ক্ষতবিক্ষত অবস্থায় উপস্থিত হবে’। কেউ জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! সম্পদশালী কে? তিনি বললেন, ‘পঞ্চাশ দিরহাম অথবা এ মূল্যের স্বর্ণ (যার আছে)’ (আবূ দাঊদ, হা/১৬২৬)।
প্রশ্নকার : শাহিদুল ইসলাম
কালিহাতী, টাঙ্গাইল।