উত্তর: নিজস্ব সম্পদ হোক বা লিজ নেওয়া হোক সম্পূর্ণ উৎপাদিত ফসলের উশর দিতে হবে। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বৃষ্টি ও প্রবাহিত পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল বা সেচ ব্যতীত উর্বরতার ফলে উৎপন্ন ফসলের উপর (এক-দশমাংশ) উশর ওয়াজিব হয়। আর সেচ দ্বারা উৎপাদিত ফসলের উপর অর্ধ-উশর (বিশ ভাগের এক ভাগ)’ (ছহীহ বুখারী, হা/১৩৮৭)। উক্ত হাদীছে উত্পাদিত বা উত্পন্ন ফসল থেকে উশর প্রদান করতে বলা হয়েছে, যার জন্য হাদীছের মূল আরবী ইবারতে ما শব্দ ব্যবহৃত হয়েছে, যা ব্যাপকতাকে বুঝাচ্ছে। অর্থাৎ যতগুলো ফসল উত্পন্ন হবে সবগুলো থেকে উশর দিতে হবে, যদি নিছাব পরিমাণ হয়ে থাকে। লিজের টাকার সমান বাদ দিয়ে উশর দেওয়ার জন্য কোনো গ্রহণযোগ্য দলীল নেই এবং যেহেতু লিজের ক্ষেত থেকে যা ফসল উত্পন্ন হয় তা সম্পূর্ণটা চাষকারীরই জন্য হয়, সেহেতু তাকে পুরোটারই উশর দিতে হবে (আশ-শারহুল মুমতি, ৬/৮৩; মুহাল্লা ইবনু হাযম, ৪/৬৬)।
প্রশ্নকার : আরিফুল ইসলাম
বিলাসী, গোদাগাড়ী, রাজশাহী।