উত্তর: যে গহনায় মূর্তির কাজ করা হবে বা মূর্তি বসানো হবে বলে স্পষ্টভাবে জানা যায় এমন গহনার কাজ করা যাবে না। কেননা আল্লাহ তাআলা পাপ কাজে কোনো প্রকার সহযোগিতা করতে নিষেধ করেছেন। এমন কাজে সহযোগিতা করা তা সমর্থন করার শামিল। তিনি বলেন, ‘তোমরা ভালো ও তাক্বওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও অন্যায় কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।
প্রশ্নকার : আফসার আলি মণ্ডল
জেটে, হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত।