উত্তর: শরীআতের সীমারেখা ঠিক রেখে ঈদগাহ মাঠে শরীরচর্চা বা খেলাধুলা করা যায়। যেমন- খেলাটি জুয়া খেলা না হওয়া, গান-বাজনা, বাদ্যযন্ত্র ইত্যাদির মাধ্যমে না খেলা। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আড়ালে হাবশীদের মসজিদে খেলা করতে দেখেছি। এ দেখে উমার রাযিয়াল্লাহু আনহু তাদের ধমকালেন। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তাদের নিরাপদে ছেড়ে দাও’ (ছহীহ বুখারী, হা/৯৮৮)।
প্রশ্নকার : ফাইসাল আহমেদ
চন্দ্রিমা, রাজশাহী।