কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মুসলিমদের সাহসিকতা

post title will place here

[এক]

মুসলিমরা বীরের জাতি। সম্ভবত এতে কোনো দ্বিমত নেই। অন্য জাতিদের মধ্যেও বীর আছে, অস্বীকার করছি না।

সাময়িক কালের নানা ঘটনাপ্রবাহেও এটা খুব করে মনে হচ্ছে। মুসলিম ও অমুসলিমদের যুদ্ধ-লড়াইয়ের দিকে তাকালেই সবাই বুঝতে পারবেন। আগেকার মল্লযুদ্ধ বা দ্বৈত যুদ্ধ থেকে শুরু করে সব ধরনের সম্মুখযুদ্ধেই মুসলিমরা অতুলনীয়। হাতিয়ার যেমনই থাকুক, প্রস্তুতি যেমনই হোক; এমনকি ঈমানের হালত কিছুটা দুর্বল হলেও সম্মুখসমরে সম্ভবত মুসলিমদের চাইতে সাহসী জাতি আর একটাও খুঁজে পাওয়া যাবে না।

[দুই]

কারণ? খুবই স্পষ্ট। নিজ ধর্ম, নিজ দেশ কিংবা নিজ সম্পদের জন্য— মৃত্যু তো সব মুসলিমেরই কাঙ্ক্ষিত। আর মৃত্যু ভয় না থাকলে সম্মুখসমরে হারানো প্রায় অসম্ভবই। কেননা জীবনই যাদের কাছে সব কিছু, তাদের কাছে মৃত্যু তো ভয়ের— সব কিছু হারানোর ভয়, অজানা জীবনের শাস্তির ভয়। মুসলিমদের সেটা নেই, অন্তত লড়াইয়ের ময়দানে থাকে না।

হ্যাঁ, বলতে পারেন তারপরও তো মুসলিমরা বিভিন্ন যুদ্ধে হেরেছে। অস্বীকার করছি না। কিন্তু মনে রাখবেন আমি সাহসিকতার কথা বলছি, জয়-পরাজয়ের না। কারণ জয়-পরাজয় কেবল সাহসের উপর নির্ভর করে না, সেজন্য চাই আরো অনেক বিষয়ের সফলতা।

ইয়ামামার যুদ্ধে মুসলিমদের জয়ের কারণ খুঁজতে গিয়ে মুসায়লামা আল-কাযযাবের এক কমান্ডার/উপদেষ্টা বলেছিল, ‘এমন জাতিকে কীভাবে হারানো সম্ভব, যারা স্বীয় সাথীর আগে নিজের মৃত্যু (শাহাদাত) কামনা করে। আর আমাদের যোদ্ধারা চায়, নিজের সব সাথী মরে গিয়েও যেন সে বেঁচে থাকে’।

এটাই মুসলিমদের চেতনা। অমুসলিমরা বুঝলেও আমরা অনেকেই বুঝি না। এ চেতনার কারণেই সম্মুখসমরে মুসলিমরা বেশিরভাগ ক্ষেত্রেই বিজয়ী হতে পেরেছিল।

[তিন]

বলতে পারেন, বর্তমান পরিস্থিতিতে তো আর সম্মুখযুদ্ধ নেই। এখন সবই আকাশ পথে, বোমা আর মিসাইলের খেলা। সেটা স্বীকার করেই বলছি, তারপরও মুসলিমদের সাহসিকতা কমেনি। বর্তমান যুদ্ধরত মুসলিমদের দেখলেই বুঝা যায়। হাতিয়ার নেই, জনবল নেই, সশস্ত্র বাহিনী নেই, এমনকি খাদ্য-বাসস্থান কিছুই নেই; তারপরও একটি জিনিসের কমতি নেই। তা হচ্ছে সাহস।

বোম্বিং এর মাধ্যমে যুদ্ধ আমার কাছে অনেকটা কাপুরুষতা মনে হয়। যেন, আমি নিজে নিরাপদ বসে থেকে দুটো মিসাইল ছুঁড়ে দিলাম, কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করলাম। ময়দানে গিয়ে যে বীরত্ব দেখানো আগে ছিল, তা এখনকার কারো মধ্যে পাওয়া যায় না। এখনকার বীরত্ব আর সাহসিকতা সব মাইকের সামনে। কে উচ্চ গলায় কী বলতে পারল তাতেই।

অনেক মুসলিম দেশও এসব অনুসরণ করছে। কিন্তু সেটা অন্যদের পাল্টা জবাব দিতে গিয়ে। যা না করে এখন আর কোনো উপায় নেই।

[চার]

ইসলামের যুদ্ধনীতি নিশ্চিত পক্ষেই সর্বাধিক সুন্দর। তাতে অহেতুক কাউকে কষ্ট দেওয়া নেই। শিশু, নারী, বৃদ্ধ, ধর্মযাজক সবাই যুদ্ধের আওতার বাইরে। যদি না তারা যুদ্ধে লিপ্ত হয় কিংবা যুদ্ধে বিপক্ষের সহায়তা করে নতুবা গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকে। স্থাপনা ধ্বংস, ফল-ফসল নষ্ট করা কিংবা উপাসনালয় গুড়িয়ে দেওয়া সবই নিষেধ। এমনকি যুদ্ধের ঘোষণা না দিয়ে অতর্কিত হামলাও নিষেধ।

অথচ বোম্বিং বা এয়ার অ্যাটাকের কোনো নিয়মনীতি নেই। কে মরল, কে বাঁচল তার কোনো হিসেব নেই; স্থাপনা কী রইল আর কী ধ্বংস হলো কোনো বাছবিচার নেই। নারী-শিশুদের কোনো রেহাই নেই, ঘুমন্ত অবস্থায় মানুষ মারা যাচ্ছে, হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ ওরাই না-কি সভ্য, আর ইসলাম বর্বর! হাস্যকর কথার তো একটা সীমা থাকা উচিত।

তাছাড়া বোম্বিং করে বিরাট সাহসিকতার ভাব নেওয়া হচ্ছে। আরে সত্যিই যদি সাহস থাকে, তো ময়দানে সরাসরি মোকাবিলা করতে আসা উচিত। দেখা যাবে কে সাহসী, আর কে বীর। ইতোমধ্যেই এ ধরনের কিছু নানা উপমা আমরা বর্তমান সময়েই দেখেছি।

[পাঁচ]

মুসলিমদের এই সাহসিকতার চেতনা আবারও জেগে উঠবে আমাদের মাঝে। বিস্মৃত এ চেতনা যত তাড়াতাড়ি আসবে, ততই আলোর দেখা মিলবে। নতুবা কাপুরুষের মতো বেঁচে থেকে পাশ্চাত্যের জয়গানই গাইতে হবে। আশ্চর্য লাগে, সব সভ্যতার মালিক হয়েও আজ আমরা অসভ্যদের তাবেদারী করছি; সাহসী ও বীরের জাতি হয়েও আমরা কাপুরুষদের ভয়ে গর্তে লুকাচ্ছি!

অথচ মুসলিমদের সাহসিকতার অন্যতম পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা কাফেরদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। সেটা আজো সম্ভব। কাজ কেবল ইসলামের দিকে, আল্লাহর দিকে ফিরে যাওয়া। সেজন্য খুব বেশি প্রস্তুতি বা সময়ের দরকার নেই; প্রয়োজন কেবল আন্তরিক তওবার, ফিরে আসার ব্যাকুলতার। আল্লাহ তাআলা সেজন্য সতত অপেক্ষমাণ।

আল্লাহু আ‘লাম। ওয়ামা তাওফীক্বী ইল্লা বিল্লাহ।

মুস্তফা মনজুর

 সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Magazine