কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): কোনো ব্যক্তি যদি যাকাত দিতে না চায়, কিন্তু জোরপূর্বক যদি তার থেকে যাকাত নেওয়া হয়, তাহলে কি সম্পদের মালিকের পক্ষ থেকে যাকাত আদায় হয়ে যাবে?

উত্তর: জোরপূর্বক যাকাত আদায় করলেও তা সম্পদের মালিকের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আবূ বকর রাযিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহর শপথ! তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমি যুদ্ধ করব যারা ছালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে। কেননা যাকাত হলো সম্পদের উপর আরোপিত হক্ব। আল্লাহর কসম, যদি তারা একটি মেষ শাবক যাকাত দিতেও অস্বীকৃতি জানায় যা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে তারা দিত, তাহলে যাকাত না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে আমি অবশ্যই যুদ্ধ করব। উমার রাযিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম! আল্লাহ আবূ বকর রাযিয়াল্লাহু আনহু-এর হৃদয় বিশেষ জ্ঞানালোকে উদ্ভাসিত করেছেন বিধায় তাঁর এ দৃঢ়তা, এতে আমি বুঝতে পারলাম তার সিদ্ধান্তই যথার্থ (ছহীহ বুখারী, হা/১৪০০)।

প্রশ্নকারী : সামিউল ইসলাম

দিনাজপুর।


Magazine