উত্তর : চাকুরীর ক্ষেত্রে ইসলামে মূলনীতি হলো, (১) অন্যায়কাজে সহায়তা করা যাবে না। আল্লাহ বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘন কাজে সহযোগিতা করো না’ (মায়েদাহ, ২)। (২) সূদের হিসাব করা হয় এমন কোনো কর্মে অংশগ্রহণ করা যাবে না। কেননা রাসূলল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সূদ খায়, সূদ দেয়, সূদের হিসাব লেখে এবং সূদের বিষয়ে সাক্ষী থাকে তাদের সবার উপর লা‘নত করেছেন। তিনি এটাও বলেছেন যে, পাপের দিক দিয়ে তারা সকলেই সমান (ছহীহ মুসলিম, হা/১৫৯৮। অতএব, সূদী ব্যাংকে চাকুরী করলে তার বেতনও হারাম হবে।
প্রশ্নকারী : রাজিবুল ইসলাম
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।