উত্তর: হাফ হাতা গেঞ্জি পরে ইমামতি বা ছালাত আদায় করা যাবে। কেননা ছালাতের ভিতরে পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ও কাঁধ আবৃত রাখা আবশ্যক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের কেউ যেন এমন এক কাপড়ে ছালাত আদায় না করে যার কিছু অংশ তার কাঁধে না থাকে’ (ছহীহ বুখারী, হা/৩৫৯; ছহীহ মুসলিম, হা/৫১৯)। হাফ হাতা গেঞ্জি পরে ছালাত আদায় করলেও কাঁধ আবৃত থাকে, কাজেই এভাবে ছালাত আদায়ে বা ইমামতিতে কোনো অসুবিধা নেই। তবে ছালাতের জন্য উত্তম পোশাক পরিধান করা উত্তম। সেক্ষেত্রে ঢিলেঢালা ও লম্বা জামা পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন, ‘হে আদম সন্তান! প্রত্যেক ছালাতের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো’ (আল-আ‘রাফ, ৭/৩১)।
প্রশ্নকারী : মারুফ হাসান মানিক
বগুড়া।