উত্তর: মুসাফির অবস্থায় কছর করার জন্য শর্ত হচ্ছে, নিজ শহরের আওতাধীন এরিয়া থেকে বেরিয়ে গিয়ে সফরের অবস্থায় সফর করা। প্রশ্নোল্লিখিত অবস্থার আলোকে কোনো ব্যক্তি আশেপাশের ২/৩ থানায় পরিভ্রমণ করলে সেটা তার শহর থেকে বের হওয়ার অন্তর্ভুক্ত হবে না। সুতরাং এই অবস্থায় ১২০/১৩০ কিলোমিটার তার শহরের ভিতরে যাত্রা হলেও সেক্ষেত্রে সে মুসাফির হিসেবে গণ্য হবে না এবং কছর বৈধ হবে না। এটা তার কর্মস্থল হিসেবে বিবেচিত। সুতরাং ছালাত পূর্ণ করবে (ফাতওয়া নূরুন আলাদ দারব, ৮/৬)।
প্রশ্নকারী : আব্দুল করিম
ধুলিহর, সাতক্ষীরা।