উত্তর: মৃত ব্যক্তির কবর খননকারীকে দিন তারিখ ঠিক করে খাবার খাওয়ানো একটি কুসংস্কার ও বিদআত। এভাবে খাবার খাওয়ানো যাবে না। কেননা এর কোনো ভিত্তি ইসলামী শরীআতে নেই। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আমার এ দ্বীনের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করল যা তাতে নেই, তাহলে তা পরিত্যাজ্য’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮)। মৃত ব্যক্তিকে দাফন করা প্রতিবেশির দায়িত্ব। প্রতিবশির প্রতি সহানুভূতি হিসেবে মৃত ব্যক্তির দাফন-কাফন করবে। এরকম ব্যবস্থা না থাকলে অর্থ দিয়ে কবর খনন, কাফন-দাফন করাতে পারে। আবূ রাফে বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করাবে, তার দোষ-ক্রটি গোপন রাখবে, তাকে চল্লিশ বার ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি কাফন পরাবে আল্লাহ তাকে জান্নাতের রেশমী পোশাক পরাবেন আর যে ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কবর খনন করবে এবং তাকে দাফন করবে, তাহলে সে কিয়ামত পর্যন্ত প্রতিদান পাবে এমন এক বাসস্থানের যেখানে সে তাকে থাকতে দিয়েছে’ (আত-তারগীব ওয়াত-তারহীব, হা/২২৮০)।
প্রশ্নকারী : সোহেল
সৈয়দপুর, নীলফামারী।