উত্তর: লাশকে সামনে রেখে জানাযা হয়ে থাকলে গায়েবানা জানাযার ছালাত পড়া যাবে না। তবে লাশকে সামনে রেখে একাধিক জানাযা পড়া যেতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার রাজা আছহামা নাজাশীর যে জানাযার ছালাত পড়েছিলেন, সেটা তার জানাযার ছালাত আদায় না হওয়ার কারণে আদায় করেছিলেন (ছহীহ বুখারী, হা/১৩১৮; ছহীহ মুসলিম, হাা/৯৫১)। হুযায়ফা ইবনু উসাইদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে নিয়ে বের হয়ে বলেন, ‘তোমাদের এক ভাইয়ের জানাযার ছালাত পড়ো, যে অন্য ভূখণ্ডে মারা গেছে’। তারা বলেন, তিনি কে? তিনি বললেন, ‘নাজাশী’ (ইবনু মাজাহ, হা/১৫৩৭)।
প্রশ্নকারী : রাকিবুল
গাইবান্ধা সদর।