উত্তর: বিমানযাত্রার সময় দীর্ঘ যাত্রার ছালাত আদায় করতে হবে সময় নির্ধারণ করে। সময় নির্ধারণ দুইটি প্রধান বিষয়ের উপর নির্ভর করে- ১. বিমানের অবস্থান এবং ২. যে অঞ্চলের উপর দিয়ে বিমান উড়ছে তার স্থানীয় সময়। এক্ষেত্রে বেশ কিছু উপায়ে সে সময় সম্পর্কে জানা যেতে পারে। যেমন- অ্যাপ বা ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করে, যাত্রা শুরু বা গন্তব্যের সময় অনুযায়ী নির্ধারণ করে, সূর্যের অবস্থান পর্যবেক্ষণ করে, ফ্লাইট ক্রুদের কাছে বর্তমান অবস্থান সম্পর্কে জেনে এবং বিমানের স্ক্রিন ব্যবহার করে। এছাড়াও আরোহীর সহজার্থে বিমানযাত্রার ক্ষেত্রে যে কেউ সংক্ষেপণ (قصر) ও সম্মিলন (جمع) করে ছালাত আদায় করতে পারে। যোহর, আছর, এশা ছালাত দুই রাকআত করে আদায় করাকে সংক্ষেপণ (قصر) বলা হয়। আর যোহর ও আছর একসাথে এবং মাগরিব ও এশা ছালাত একসাথে আদায় করাকে সম্মিলন (جمع) বলা হয়। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে পড়ার পূর্বে সফর শুরু করলে আছরের ওয়াক্ত পর্যন্ত যোহর বিলম্বিত করতেন এবং উভয় ছালাত একত্রে আদায় করতেন। (সফর শুরুর আগেই) সূর্য ঢলে গেলে যোহর আদায় করে নিতেন, অতঃপর সওয়ারীতে উঠতেন (ছহীহ বুখারী, হা/১১১১)।
প্রশ্নকারী : উমার ফারুক
নওগাঁ।