উত্তর: ছালাতে যে বৈঠকে সালাম আছে যে বৈঠকে তাওয়ারুরক করতে হবে। দুই, তিন বা চার রাকআত বিশিষ্ট প্রত্যেক ছালাতের শেষ বৈঠকে তাওয়াররুক করা সুন্নাত। আবূ হুমাইদ সায়েদী রাযিয়াল্লাহু আনহু রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছালাতের পদ্ধতি প্রসঙ্গে বলেন, وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَةِ الآخِرَةِ قَدَّمَ رِجْلَهُ الْيُسْرَى وَنَصَبَ الأُخْرَى وَقَعَدَ عَلَى مَقْعَدَتِهِ. এবং যখন তিনি শেষ রাকআতে বসতেন, তখন বাম পা এগিয়ে দিয়ে ডান পা খাড়া করে নিতম্বের উপর বসতেন (ছহীহ বুখারী, হা/৮২৮)। আলোচ্য হাদীছে শেষ বৈঠকে তাওয়াররুক করার বিষয়টি ব্যাপকভাবে বর্ণিত হয়েছে, কোনো সংখ্যাবিশিষ্ট ছালাতকে নির্দিষ্ট করা হয়নি।
প্রশ্নকারী : সাখাওয়াত হোসেন মাহিম
গাজীপুর।