উত্তর: হিন্দুদের পূজা উপলক্ষে কোনো প্রকারের আনন্দ ও উল্লাস অনুভব করে ছাড় দেওয়া হলে তা একেবারে শিরক এবং কুফরীর কাজ হিসেবে গণ্য হবে, যা থেকে তওবা করা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা আমার শত্রু ও তোমাদের শক্ৰকে বন্ধুরূপে গ্ৰহণ করো না, তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছ; অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে, তা প্রত্যাখ্যান করেছে’ (আল-মুমতাহিনা, ৬০/১)। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা-এর সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত’ (আবূ দাঊদ, হা/৪০৩১)। আর যদি ছাড় দেওয়ার দ্বারা উদ্দেশ্য হয় তাদেরকে কোনো প্রকারের সহযোগিতা করা, যাতে তাদের পূজা সহজেই সম্পন্ন হয়ে যায়; তাহলেও তা নিষিদ্ধ এবং হারাম। আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা অন্যায় এবং গুনাহের কাজে একে অপরের সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।
প্রশ্নকারী : আমাতুল গাফুর
কিশোরগঞ্জ।