উত্তর: ইমাম ও মুক্তাদীর ছালাতের পদ্ধতি প্রায় একই। তবে বেশ কয়েকটি স্থানে পার্থক্য আছে, তন্মধ্যে একটি হলো ইমাম জোরে তাকবীর বলবে এবং মুক্তাদী নীরবে তাকবীর বলবে। এ ব্যাপারে বেশ কিছু হাদীছ বর্ণিত হয়েছে। জাবির রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছালাত আদায় করালেন। আবূ বকর রাযিয়াল্লাহু আনহু তাঁর পিছনেই ছিলেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বললেন, আবূ বকর রাযিয়াল্লাহু আনহু আমাদেরকে শুনিয়ে জোরে তাকবীর বললেন (ছহীহ মুসলিম, হা/৮১৫)। আলোচ্য হাদীছ প্রমাণ করে যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছালাতে তাকবীর দিয়েছিলেন, তখন ছাহাবীরা নীরব ছিলেন এবং আবূ বকর রাযিয়াল্লাহু আনহু ছাহাবীদের শোনানোর নিমিত্তে মুকাব্বির হিসেবে জোরে তাকবীর দিয়েছিলেন।
প্রশ্নকারী : মো. আব্দুর রাজ্জাক