উত্তর: জানাযার ছালাতে ছানা পাঠ করা কোনো স্পষ্ট হাদীছ থেকে সাব্যস্ত নেই, বরং বিভিন্ন হাদীছ থেকে তা পাঠ না করাটাই বুঝা যায়। তালহা ইবনু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা-এর পেছনে জানাযার ছালাত আদায় করেছিলাম। তাতে তিনি সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা তেলাওয়াত করেছিলেন এবং এতটুকু উচ্চৈঃস্বরে তেলাওয়াত করেছিলেন যে, আমরা তা শুনতে পেয়েছিলাম। যখন তিনি অবসর হলেন আমি তার হাত ধরে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এটা সুন্নাত এবং সঠিক (ছহীহ বুখারী, ৩/১৫৮)। অন্য বর্ণনায় এসেছে, আমি এরূপ করলাম যাতে লোকেরা জানতে পারে যে, এটা সুন্নাত (ছহীহ বুখারী, হা/১২৫৮)। আরো একটি হাদীছে এসেছে, জানাযার ছালাতে সুন্নাত হলো এই যে, প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পাঠ করতে হবে (মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৬৪২৮; ইরওয়াউল গলীল, ৩/১৮১)। ছালাতে জানাযায় সাধারণ অবস্থায় নিম্ন স্বরে কিরাআত করাটাই সুন্নাত। আবূ উমামা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জানাযার ছালাতে সুন্নাত হলো প্রথম তাকবীরের পর চুপে চুপে সূরা ফাতিহা তেলাওয়াত করবে। অতঃপর আরো তিনটি তাকবীর বলবে, শেষ তাকবীরে সালাম ফিরাবে (নাসাঈ, হা/ ১৯৮৮)। তবে যদি শিক্ষা দেওয়া উদ্দেশ্য হয়, তাহলে উচ্চৈঃস্বরেও কিরাআত করা যায়; যেমনটা ইবনে আব্বাস রযিয়াল্লাহু আনহুমা-এর উপরিউক্ত হাদীছ থেকে প্রতীয়মান হয়।
প্রশ্নকারী : মইনুল ইসলাম
ঝাড়খণ্ড, ভারত।