উত্তর: রক্ত নাপাক। হাত বা শরীরের কোনো অঙ্গ কেটে রক্ত বের হলে (পরিমাণে কম হোক বা বেশি হোক তাতে কোনো পার্থক্য নেই) তা নাপাক (আল-আনআম, ৬/১৪৫; ছহীহ বুখারী, হা/৩০৬; মুসলিম, হা/৬৪০)। তবে ছালাতরত অবস্থায় পেশাব-পায়খানার রাস্তা ছাড়া শরীরের কোনো অঙ্গ থেকে রক্ত বের হলে ওযূ ভেঙে যাবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘যাতুর রিকাআ’ গাযওয়ায় ছিলেন। তখন এক ব্যক্তি উবাদ ইবনু বিশর রাযিয়াল্লাহু আনহু তীরবিদ্ধ হলেন, ফলে তার প্রচুর রক্ত বের হলো। কিন্তু তিনি সিজদা করলেন এবং নিজের ছালাত চালিয়ে গেলেন (আবূ দাঊদ, হা/১৯৮)। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ‘মুসলিমরা তাদের আঘাত ও ক্ষত অবস্থায় ছালাত আদায় করেছেন’ মর্মে একটি অধ্যায় উল্লেখ করেছেন।
প্রশ্নকারী : নুসরাত জাহান ফাহমিদা।
