উত্তর: যদি আপনি ইচ্ছাকৃতভাবে পড়াশোনা নষ্ট করেন, পরিশ্রম না করেন এবং আর্থিক ক্ষতি করেন, তাহলে সেটা পিতামাতার প্রতি অন্যায় হবে এবং আপনার গুনাহ হবে। আর আপনি যদি চেষ্টা করার পরও সফল না হন বা আপনার পিতামাতা আপনার সফলতাকে সফলতা মনে না করেন, তাহলে আপনি যেখানে পৌঁছেছেন সেটাই আপনার তাকদীর। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ কারও উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত’ (আল-বাকারা, ২/২৮৬)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক
সাভার, ঢাকা।
