উত্তর: সামাজিক মাধ্যমের নিয়ম (Terms of Service) হিসেবে প্রতিটি বড় প্ল্যাটফর্ম (Facebook, Instagram, LinkedIn) স্পষ্টভাবে বলে দেয় যে, আপনাকে আপনার নিজস্ব আসল নাম ও পরিচয় ব্যবহার করতে হবে। ভুয়া, বিভ্রান্তিকর বা অন্যের পরিচয়ে অ্যাকাউন্ট তৈরি করা নিষিদ্ধ অর্থাৎ আপনি যদি ভেরিফাইড অ্যাকাউন্টে ভুয়া পরিচয় ব্যবহার করেন, তাহলে আপনি তাদের নিয়মও ভঙ্গ করছেন। এটি চুক্তি লঙ্ঘন (نقض العهد), যা শরীআতে কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। মহান বলেন, ‘তোমরা তোমাদের অঙ্গীকার পূরণ করো; অঙ্গীকার সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে’ (আল-ইসরা, ১৭/৩৪)। এভাবে চুক্তি ভঙ্গ করে কাল্পনিক নাম ও ছবি ব্যবহার করে উপার্জন করা হারাম। কেননা এতে মানুষকে ধোঁকা দেওয়া হয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল মামুন
রংপুর সদর।
