উত্তর: ক্রিকেট ও ফুটবলসহ বর্তমানে প্রচলিত প্রায় সব খেলাই জুয়ার অন্তর্ভুক্ত, যা হারাম। এছাড়াও এতে সময় ও অর্থের অপচয় হয় এবং এতে অশ্লীলতা, বাজে গান, অশালীন পোশাক, গালাগালি থাকে। সুতরাং তা পরিত্যাগ করা আবশ্যক (আল-মায়েদা, ৫/৯০)। এজন্য ভর্তি পরীক্ষা থেকে শুরু করে দেশের যেকোনো পরীক্ষায় পরীক্ষা বোর্ড কমিটির এ সংক্রান্ত প্রশ্ন না দেওয়াই উচিত। তারপরও বর্তমানে যেহেতু বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে এ সংক্রান্ত প্রশ্ন আসে, সুতরাং শুধু শিক্ষাগত প্রয়োজনে খবর জানা বা পড়া যেতে পারে।
প্রশ্নকারী : সাদেক হোসেন
হোসেনপুর, কিশোরগঞ্জ, ঢাকা।
