উত্তর: সন্তানকে সুযোগ্য আলেম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পিতামাতার জন্য প্রথম করণীয় হলো, নিয়্যত বিশুদ্ধ করা। পাশাপাশি সন্তানকেও নিয়্যত বিশুদ্ধ করতে তাগিদ দেওয়া। কারণ ইলম অর্জন করা ইবাদত আর ইবাদত বিশুদ্ধ নিয়্যত ব্যতীত শুদ্ধ হয় না (ছহীহ বুখারী, হা/০১; আবূ দাঊদ, হা/৩৬৬৪)। এরপর বিশুদ্ধ আক্বীদা ও মানহাজের শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করা। সেখানে প্রথমে নূরানী বিভাগ সম্পন্ন করা। এরপর স্মৃতিশক্তির পর্যায় বিবেচনা করে হিফয বিভাগ সম্পন্ন করা। এরপর কিতাব বিভাগে দাওরায়ে হাদীছ পর্যন্ত নিয়মতান্ত্রিক অধ্যয়ন করা। দাওরায়ে হাদীছ সম্পন্ন করার পর সময় ও সুযোগ হলে তাফসীর, হাদীছ, ফিক্বহ ইত্যাদি বিষয়ে তাখাছ্ছুছ তথা বিশেষজ্ঞতা অর্জন করা। এক্ষেত্রে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় বা এ পর্যায়ের কোনো বিদেশী স্বনামধন্য প্রতিষ্ঠান হলে ভালো হয়।
প্রশ্নকারী : শাকিবুল ইসলাম
ফরিদপুর।
