উত্তর: জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দান। আল্লাহ যাকে ইচ্ছা তা দান করেন। যেমন- আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম-কে জ্ঞান দান করেছিলেন (আল-বাকারা, ২/৩১)। জ্ঞান বৃদ্ধির জন্য বেশি বেশি এ দু‘আ করতে হবে, যেমন মূসা আলাইহিস সালাম করতেন, رَّبِّ زِدْنِي عِلْمًا ‘হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করুন’ (ত্বা-হা, ২০/১১৪)। এছাড়াও বেশি বেশি পড়াশুনা করা, যিকির তথা আল্লাহকে স্মরণ করা, পাপ থেকে দূরে থাকা, অপ্রয়োজনীয় বিষয়সমূহ ত্যাগ করা, রাতে তাহাজ্জুদ পড়ার পর আল্লাহর কাছে দু‘আ করার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি হয়।
প্রশ্নকারী : সাজেদুল ইসলাম
সলঙ্গা, সিরাজগঞ্জ।
