উত্তর: স্বর্ণের যাকাতের নিসাব হলো সাড়ে সাত ভরি স্বর্ণ। সুতরাং এক ভরি স্বর্ণে যাকাত ফরয হবে না; যদিও এর মূল্য দ্বারা সাড়ে বায়ান্ন ভরি রূপা ক্রয় করা যায়। কারণ স্বর্ণ ও রূপার নিসাব স্বতন্ত্র ও ভিন্ন ভিন্ন (আবূ দাঊদ, হা/১৫৭৩)।
প্রশ্নকারী : মো. আতিকুর রহমান
রাজশাহী।
