উত্তর: মাহরাম হিসেবে এরূপ অবস্থায় শ্বশুরের সার্বিক সেবাই বউমাকেই থাকতে হবে। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের প্রকৃত পুত্রদের স্ত্রীগণ (তাদের শ্বশুরের জন্য মাহরাম)’ (আন-নিসা, ৪/২৩)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কষ্ট দূর করে, আল্লাহ তার কিয়ামতের কষ্ট দূর করবেন’ (ছহীহ মুসলিম, হা/২৬৯৯)। কাবশা বিনতু কা‘ব ইবনে মালিক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি আবূ কাতাদা রাযিয়াল্লাহু আনহু-এর পুত্রবধূ ছিলেন। আবূ কাতাদা (শ্বশুর) তার নিকট এলেন। তিনি বলেন, আমি তার জন্য ওযূর পানি ঢাললাম (তিরমিযী, হা/৯২)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।
