উত্তর: যারা ছিয়ামরত অবস্থায় তাদের আমলকে আল্লাহর সামনে পেশ করতে চায় তাদেরকে সোমবার ও বৃহস্পতিবার দুদিন ছিয়াম রাখতে হবে। এরূপ দুদিন না রাখলে এমন আমল থেকে ফিরে আসতে হবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার ছিয়াম রাখতেন (ইবনু মাজাহ, হা/১৭৪০)। আরেক বর্ণনায় আছে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার ছিয়াম রাখতেন। তাঁকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর নিকট বান্দার আমলসমূহ পেশ করা হয়’ (আবূ দাঊদ, হা/২৪৩৬)।
প্রশ্নকারী : মো. আতিকুর রহমান
রাজশাহী।
