উত্তর: সম্মান প্রদর্শন পূর্বক কোনো মুরব্বী পুরুষকে ‘বাবা’ বলে সম্বোধন করা এবং কোনো মুরব্বী নারীকে ‘মা’ বলে সম্বোধন করা জায়েয; যদিও তারা জন্মদাতা পিতামাতা না হন। অনুরূপভাবে স্নেহ করে বয়সে ছোট কাউকে ‘সন্তান’ বলে সম্বোধন করা জায়েয, যদিও সে আপন সন্তান না হয়।
রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাযিয়াল্লাহু আনহু-কে يا بني (হে আমার প্রিয় ছেলে!) বলে সম্বোধন করেছেন (ছহীহ মুসলিম, হা/২১৫১)। খাদীজা রাযিয়াল্লাহু আনহা ওয়ারাকা ইবনু নাওফালকে বললেন, হে চাচাতো ভাই! আপনার ভাতিজার কথা শুনুন (ছহীহ বুখারী, হা/৩)। তবে সতর্কতার বিষয় হলো, উক্ত সম্পর্ক এবং সম্বোধন যেন শারঈ সীমারেখা অতিক্রম করতে সহযোগিতা না করে। কারণ অনেকেই এসব সম্বোধনের আড়ালে ইসলামী বিধিবিধান লঙ্ঘন করে। বিশেষ করে পর্দার বিধান লঙ্ঘন করে। সুতরাং যদি ইসলামী বিধিবিধান লঙ্ঘন হয় অথবা লঙ্ঘনের আশঙ্কা থাকে, তাহলে এসব সম্পর্ক ও সম্বোধন থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا ‘তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, তাঁর বাণী শ্রবণ করো এবং তাঁর আনুগত্য করো’ (আত-তাগাবুন, ৬৪/১৬)।
প্রশ্নকারী : ইউসুফ আলী শামীম
মেলান্দহ, জামালপুর।
