উত্তর: আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বিশ্বাস করে যে, মুমিনগণ জান্নাতে আল্লাহকে স্বচক্ষে দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলেন, ‘সেদিন কতক মুখমণ্ডল হবে উজ্জ্বল, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে’ (আল-কিয়ামাহ, ৭৫/২২-২৩)। আর আল্লাহর দর্শনই হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। ছুহায়ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জান্নাতবাসীগণ যখন জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা কি আরও কিছু চাও, যা আমি তোমাদেরকে অতিরিক্ত প্রদান করব? তারা বলবে, আপনি কি আমাদের মুখমগুলিকে উজ্জ্বল করেননি? আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি এবং আপনি কি আমাদেরকে জাহান্নাম হতে মুক্তি দেননি? আপনার এত বড় বড় নেয়ামতের পর আর কী অবশিষ্ট আছে, যা আমরা চাইব?’ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘অতঃপর আল্লাহ তাআলার ও জান্নাতীদের মধ্যে হতে হিজাব বা পর্দা তুলে ফেলা হবে, ফলে তারা আল্লাহ তাআলার দীদার বা দর্শন লাভ করবে। তখন তারা বুঝতে পারবে যে, বস্তুত আল্লাহ তাআলার দর্শনলাভ ও তাঁর দিকে তাকিয়ে থাকা অপেক্ষা অধিকতর প্রিয় কোনো বস্তুই এ যাবৎ তাদেরকে প্রদান করা হয়নি’ (ছহীহ মুসলিম, হা/১৮১)।
প্রশ্নকারী : আনোয়ার
বগুড়া।