উত্তর: প্রথমত, উক্ত ভাতা গ্রহণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত শর্তাবলির যথাযথভাবে পূরণ করতে সক্ষম হলে এবং শরীআতের সাথে সাংঘর্ষিক কোনো শর্ত না থাকলে ভাতা গ্রহণে কোনো সমস্যা নেই। কোনো দুর্নীতির আশ্রয় না নিয়ে যথাযথ হক্বদার হলে সে তা গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত, জরুরী প্রয়োজন না হলে মেয়েদের মুখমণ্ডল খোলা রেখে ছবি তোলা বা তা কোথাও ব্যবহার করা উচিত নয়। তবে জরুরী প্রয়োজন হলে ব্যবহার করা যায় (মুগনী, ৭/৪৫৯; আশ-শারহুল কাবীর, ৭/৩৪৮)।
প্রশ্নকারী : মাসূদ বিন আইয়ুব
মির্জাপুর, টাঙ্গাইল।