উত্তর: মানুষকে কুরআন বুঝে ও সুন্দর উচ্চারণে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর কুরআন তিলাওয়াত করুন ধীরে ধীরে তারতীল সহকারে’ (আল-মুযযাম্মিল, ৭৩/৪)। তবে না বুঝলেও কুরআন তেলাওয়াত করতে হবে। মাখরাজ সুন্দর করে উচ্চারণ করতে না পারলেও তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের জন্য যা সহজ, তা পাঠ করো’ (আল-মুযযাম্মিল, ৭৩/২০)। এসময় চেষ্টার কারণে সে দ্বিগুণ নেকী পাবে’ (ছহীহ মুসলিম, হা/৭৯৮)।
প্রশ্নকারী : মেহেদী
হবিগঞ্জ।