উত্তর: ডাক্তার যদি সে নিয়্যত রাখে ও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পদ্ধতি অনুসরণ করে, তাহলে সে নেকী পাবে। নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করবে- ১. রোগী এসে বসলে বলবে, لا بأس طهور إن شاء الله। ২. প্রেসক্রিপশন লেখার সময় দু‘আ করবে, أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شَافِيَ إِلَّا أَنْتَ ৩. সৎ নিয়্যত রাখবে (ছহীহ বুখারী, হা/১)।
প্রশ্নকারী : আব্দুল মালেক বিন ইদ্রিস
চাঁপাই নবাবগঞ্জ সদর।