উত্তর: না, বৈধ হবে না। আপনি যতটুকু খরচ করেছেন, ততটুকুই ভাউচার দেখাতে হবে। আর যা খরচ করেননি তা যদি ভাউচার দেখান, তাহলে তা ধোঁকা হবে। আর ইসলামে ধোঁকা দেওয়া নিষিদ্ধ। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করবে, সে আমাদের দলভুক্ত নয়। আর যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১)। তবে কোম্পানি যদি দৈনিক নাস্তা বা ভাড়া বাবদ একটা এমাউন্ট ফিক্সড করে যার ভাউচার দেখাতে হয় না, তাহলে আপনি নাস্তা না খেয়ে, পায়ে হেঁটে টাকা বাঁচিয়ে নিজের জন্য জমাতে পারেন। কেননা কোম্পানি এটা আপনার জন্য ভাতা হিসেবে নির্ধারণ করেছে। উমার রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু মাল দিলেন। আমি বললাম, আমার চেয়ে অভাবী লোককে দিন। তিনি বললেন, ‘তুমি নাও, না চেয়ে এ ধরনের কোনো মাল যদি তোমার কাছে আসে, তাহলে সেটা গ্রহণ করো। আর যে মাল এভাবে আসবে না সেটা গ্রহণ করো না’ (ছহীহ বুখারী, হা/১৪০৪; ছহীহ মুসলিম, হা/১০৪৫)।
প্রশ্নকারী : সিয়াম শিকদার
চিতলমারী, বাগেরহাট।